সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কুকুরের কামড়ে হাসপাতালে অর্ধশতাধিক, এলাকাজুড়ে আতঙ্ক 

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:২১ পিএম

পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় উপ‌জেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন।

জানা গেছে, সোমবার (২৭ মে) সকালে এসএম নাহিয়ান(৭), মুন আক্তার (৩০), আবুবক্কর (৫০), রিয়াজ রাড়ি (২৫), হানিফ রাড়ি (২৫) এবং গতকাল রবিবার (২৬মে) বিকাল ৩টার দিকে নাজিরপুর গ্রামের হালিমা (১২), রিমা (৩০), মাইনুল (৫), শাকিব (১০), নান্নু (৪০), ফারুক (১৭) নুর হোসেন (৩০), সোহেল (৪০) সহ অন্তত ৫০ ব্যক্তি আহত হয়েছেন। পরে আহতদের স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও কোন ধরনের টিকা পাননি তারা। বাধ্য হয়ে অনেকেই বাহির থেকে টিকা কিনেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। পরে ওই কুকুরটিকে মেরে ফেলা হলেও অপর আরেকটি কুকুরের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, টিকা  আছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজ খোলা হয়নি। ফ্রিজ খুললে অন্যান্য টিকা ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই আপাতত ফার্মেসী থেকে কিনে ভ্যাক্সিন নিতে বলা হয়েছে। বিদ্যুৎ আসলে তাদেরকে ভ্যাক্সিন দেয়া হবে

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত