সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাঁচতে চাইলে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করুন: সালাম

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, আপনার বাঁচার কোনো পথ নেই। বাঁচতে চাইলে বেগম খালেদা জিয়ার কাছে মাফ চান, আপস করেন। তাহলেই আপনি বাঁচতে পারবেন।

তিনি বলেন, যেভাবে খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করেছিলেন অনুরূপভাবে যদি দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং নিজেকে রক্ষা করতে চান তাহলে খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করুন।

আজ মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয় পান। আপনি বেগম খালেদা জিয়াকে এক ঘণ্টার জন্য মুক্ত করে দিন। আর ওই এক ঘণ্টায় বেগম খালেদা জিয়া পল্টনে আসবেন, তখন দেখবেন ঢাকা শহরের কোনো মানুষ বাকি থাকবে না। দেখবেন জনগণ পুরো ঢাকা শহর অচল করে দেবে।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই এদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। তারা যখনই ক্ষমতায় গেছে লুটপাট করেছে, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে, তারা যখনই ক্ষমতায় এসেছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। ডামি নির্বাচনে রাতের ভোটে বিজয়ীরা লুটপাট-অপকর্মে জড়িয়েছে। এখন আলোচনায় আসছে আজিজ-বেনজীরের অপকর্ম-লুটপাটের বিষয়। এই আজিজ-বেনজীর কার সৃষ্টি? এটা তো তাদেরই (আওয়ামী লীগ) সৃষ্টি।’

তিনি আরও বলেন, সরকারপ্রধান মিথ্যা কথা বলতে ভালোবাসেন। উন্নয়নের কথা ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে ঈদের আনন্দ লাভ করেন প্রধানমন্ত্রী। তিনি বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন। বেগম জিয়াকে সরকার অনেকদিন ধরে কারাবন্দি করে রেখেছেন। চিকিৎসা নিতে দিচ্ছেন না তাকে। রোগে শোকে আছেন বেগম জিয়া। প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে নিয়ে নিয়মিত বিষোদগার করছেন শেখ হাসিনা।

বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জৈষ্ঠ্য সদস্য কারাবন্দি ইশরাক হোসনের মুক্তির দাবিতে দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূইয়ার সভাপতিত্বে সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবিরসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত