শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সমস্যা এক কিডনিতে, ডাক্তার কেটে বাদ দিলেন ভালোটা

আপডেট : ২৯ মে ২০২৪, ০৬:২৮ পিএম

কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। সেখানে তার নষ্ট কিডনিটা অপসারণের কথা ছিল। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কেটে বাদ দিলেন ভালো ও কার্যকরী কিডনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। এই ঘটনায় ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের একজন ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়া এক নারী রোগীর অকার্যকর কিডনি রেখে দিয়ে ভালো কিডনি অপসারণ করেন। এ ঘটনায় রাজ্যটির সরকার মঙ্গলবার ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করেছে। এ ছাড়া ওই হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

রাজস্থানের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শুভ্রা সিং বলেছেন, ঝুনঝুনুর ধনকর হাসপাতালে ডান কিডনির পরিবর্তে একজন নারী রোগীর বাম কিডনি অপসারণের গুরুতর ঘটনা প্রকাশ্যে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত