টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ম্যাচেই টস জিতেছেন শান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে আসর শুরুর ম্যাচে শান্ত সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিংর করার।
আশার কথা সুস্থ তাসকিন আহমেদকে পাওয়া গেছে প্রথম ম্যাচ থেকেই। একাদশে আছেন তিনি।
তবে নেই শরিফুল ইসলাম। তার বদলে খেলছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়াস থুশারা।