বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

স্পেনের হয়ে প্রথম গোল করে পেদ্রি বললেন 'ইউরো খেলতে মুখিয়ে আছি'

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:০৭ পিএম

মৌসুম জুড়ে একের পর এক চোট হানা দিলেও হাল ছাড়েননি পেদ্রি। কঠোর পরিশ্রম করে গেছেন। সেটার ফলও পেয়েছেন। প্রথমবারের মতো স্পেনের হয়ে গোলের দেখা পেয়েছেন তিনি।

ইউরো শুরুর আগে আগে শনিবার রাতে স্পেন ৫-১ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। স্পেনের গোল উৎসবের ম্যাচে দুইবার জালের দেখা পান পেদ্রি।

ম্যাচের শুরুতে পিছিয়ে যাওয়া স্প্যানিশদের সমতায় ফেরান তিনি। স্পেনের হয়ে ২০তম ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ২১ বছর বয়সী এই ফুটবলার। দলের তৃতীয় গোলটিও করেন তিনি।

স্পেনের হয়ে বাকি তিনটি গোল করেন আলভারো মোরাতা, ফাবিয়ান রুইজ ও মিকেল ওয়ারজাবাল।

পেদ্রি বলেন, 'জাতীয় দলের গোলের খাতা খুলতে পেরেও ভীষণ আনন্দিত আমি। এখানে (ঘরের মাঠে) গোল করতে মুখিয়ে ছিলাম। এই মৌসুমে আমি কঠোর পরিশ্রম করেছি। আমার বেশ কয়েকবার চোট পড়তে হয়েছে। তবে সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি। গোল পাওয়ায় মনে হচ্ছে চোট পেছনে ফেলে এসেছি। ইউরোর জন্য মুখিয়ে আছি।'

এবার ইউরো শুরু হবে ১৪ জুন। কঠিন গ্রুপে পড়েছে স্পেন। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে স্পেন। 'বি' গ্রুপে তাদের সঙ্গী গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত