টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার কথা জানালেও বিরোধী জোট ইনডিয়ার তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল শপথে উপস্থিত থাকছে না। খবর এনডিটিভির।
এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, শনিবারই খাড়গের কাছে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র আসে। পরে ইনডিয়া জোটের অন্যান্য শরিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই খাড়গের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপাল জানিয়েছিলেন, কংগ্রেসের কাছে কোনো আমন্ত্রণপত্র আসেনি। যদি আমন্ত্রণ মেলে সে ক্ষেত্রে ইনডিয়া জোট সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে শনিবারই ভোটের ফল পর্যালোচনা করতে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন মমতা । সেই বৈঠকের পর মমতা জানান, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ আসেনি তার কাছে। এলেও তিনি যেতে যেতেন না। মমতার কথায়, “(আমন্ত্রণ) আসেওনি। যাবও না।”
রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন মোদি। তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির পাশাপাশি তার পরিষদীয় সদস্যরাও শপথ গ্রহণ করবেন রবিবার সন্ধ্যায়।
লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ইনডিয়া পেয়েছে ২৩৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে তারা কিছুটা চাপে রয়েছে।