বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আবার ভারত-পাকিস্তান লড়াই কবে

আপডেট : ১০ জুন ২০২৪, ০১:২৯ পিএম

রবিবারই টি-২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ভারত-পাকিস্তান মহারণ দেখেছে ক্রিকেট বিশ্ব। নিউ ইয়র্কের সেই আগুনে লড়াইয়ে মাঝেই নির্ধারিত হয়ে গেছে পরবর্তী কোন টুর্নামেন্টে ফের কবে দেখা যাবে দুই চিরবৈরী দেশের ক্রিকেট ম্যাচ। খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না ক্রিকেটপ্রেমীদের। ৮ মাসের মধ্যেই ফের লড়াইয়ে নামবে দুই প্রতিবেশী দেশ।

তবে পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে এমন এক ম্যাচ কেন্দ্র, যা ভারতীয় সমর্থকদের দৃষ্টিভঙ্গিতে চমকপ্রদ সন্দেহ নেই। ম্যাচ অনুষ্ঠিত হবে সন্দেহ নেই, তবে শেষমেশ নির্ধারিত শহর ও স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রথমত, চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় নেওয়ার শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের। তাই এবারের বিশ্বকাপের নক-আউটে ফের ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে কিনা সন্দেহ। 

আগামী বছর পাকিস্তানের মাটিতে নির্ধারিত রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের সব ম্যাচ যদি পাকিস্তানে আয়োজিত হয়, তবে ভারতকে খেলতে যেতে হবে ওদেশে। ক্রিকবাজের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচ আয়োজিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৮ দলের টুর্নামেন্টে খেলা হবে মোট ১৫টি ম্যাচ। ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে লিগের শেষ ম্যাচে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে চ্যাম্পিয়ন্স ট্রফির যে খসড়া সূচি জমা দেওয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে, তাতে লাহোরকে বেছে নেওয়া হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য।

পিসিবি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে তিনটি শহরে। লাহোর ছাড়া করাচি ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ২০ দিনের টুর্নামেন্টের ৭টি ম্যাচ আয়োজিত হওয়ার কথা লাহোরে। ৫টি ম্যাচ খেলা হবে রাওয়ালপিন্ডিতে এবং ৩টি ম্যাচ করাচিতে।

করাচিতেই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ২টি সেমিফাইনাল খেলা হওয়ার কথা করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। ভারত তাদের সব ম্যাচ খেলবে লাহোরে। যদি ভারত সেমিফাইনালে ওঠে, সেক্ষেত্রে সেই ম্যাচটিও খেলা হবে লাহোরে।

এই মুহূর্তে পিসিবি ও আইসিসি কোনও পক্ষই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে না। তবে ভারত সরকার যদি ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি না দেয়, তবে ছবিটা বদলে যেতে পারে মুহূর্তে। সব কিছু নির্ভর করছে বিসিসিআইয়ের উপর।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত