সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

দুর্দান্ত তানজিমের ৪ শিকারে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:০৭ এএম

তানজিম হাসান সাকিবের ৪ ওভারের স্পেলে ২১টি ডট বল, ২টি উইকেট মেডেন আর ৭ রান দিয়ে ৪ শিকার উইকেট। ১০৬ রানের মামুলি সম্বলের পর এমন আগুনে বোলিং প্রয়োজন ছিল। 

ক্যারিয়ারসেরা বোলিং করে দলকে লড়াইয়ে ফিরিয়েছেন তানজিম। সঙ্গে মোস্তাফিজের ১ উইকেট। তাতে ৭ ওভার শেষে ২৬ রান তুলতেই সাজঘরে ৫ নেপালি ব্যাটার।

৯ উইকেট শিকার করে এবারের বিশ্বকাপে আনরিখ নরখিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন তানজিম সাকিব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত