বিশ্বজয়ের পর ক্যারিবীয় পিচের মাটির স্বাদ আস্বাদন করে সঙ্গে সঙ্গে দেশে ফিরতে পারেননি রোহিত-বিরাটরা। ঘূর্ণিঝড়ে আটকা পড়ে দিনকয়েক ক্যারিবীয় দ্বীপে কাটিয়ে এরপর দেশে ফিরেন ভারতীয় ক্রিকেটাররা। দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করে মু্ম্বাইতে ফিরে জনস্রোতে ভাসেন ক্রিকেটাররা। আবেগে-আহ্লাদে আটখানা হয়ে মাতিয়ে তোলেন ওয়াংখেড়ে স্টেডিয়াম। নাচে-গানে কৈশরে ফিরে যান বিরাট কোহলি-রোহিত শর্মারা।
গতকালের ঘটনাবহুল দিনে এরপর ভারত মহাসাগর ঘেষে মেরিন ড্রাইভে ছাদখোলা বাসে বিজয় র্যালিতে সময় কাটান রোহিতরা। ভারতীয় জনগণও এ উঃসব শামিল হয়ে বুঝিয়ে দেন বিশ্বকাপ ট্রফি জেতা তাদের কাছে কী পরিমাণ আনন্দের, গর্বের।
https://twitter.com/JayShah/status/1809203219995967535
তার আগে ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পতিবার বিকেলে মুম্বাই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুই দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে।