বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

টিপু ও প্রীতি হত্যা মামলায় বিচার শুরু 

আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:২৭ পিএম

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে টিপুর স্ত্রী ও মামলার বাদী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি সাক্ষ্য দেন। তার পরবর্তী সাক্ষের জন্য আগামী ১৮ জুলাই তারিখ ধার্য করেছেন আদালত। 

এর মাধ্যমে আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে গত ২৯ এপ্রিল ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বৃহস্পতিবার (২০ জুন) সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরুর দিন ধার্য করেছিল এই আদালত। 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুরসহ এ মামলার উল্লেখযোগ্য  আসামিরা হলেন- জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, সুমন সিকদার মুসা, মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার। মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর। 

২০২২ এর ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম টিপু এবং প্রীতি। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কমকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার গত বছর ৫ জুন ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত