মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন মোদি, তারিখ নিয়ে ধোঁয়াশা

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:১১ পিএম

তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৫ জুন) ক্রেমলিনের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য অ্যাসোসিয়েট প্রেস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, মোদির সফরের প্রস্তুতি চলছে, তবে তিনি কোনো তারিখ ঘোষণা করেননি।

স্নায়ুযুদ্ধের সময় থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার দৃঢ় সম্পর্ক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিন ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে। এরপর থেকে মস্কোর মূল বাণিজ্য অংশীদার হিসাবে নয়াদিল্লির গুরুত্ব বেড়েছে।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার পর চীন ও ভারত রুশ তেলের প্রধান ক্রেতা হয়ে উঠেছে। অন্যদিকে মোদির নেতৃত্বে ভারত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করার বিষয়টি এড়িয়ে গেছে।

মোদি ২০১৯ সালে একটি অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন। তার আগে মস্কো সফর করেছিলেন ২০১৫ সালে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত