বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বাথরুমের ভেতর ঝুলছিল গৃহকর্মীর মরদেহ

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:১২ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানে একটি বাসা থেকে আরিফা (১২) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এসএম জাকির হোসেন জানান, সকালে খবর পেয়ে উত্তর গোড়ানে বাড়িটির ৭ম তলার একটি বাসার বাথরুম থেকে শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। বাথরুমের ভেতরে লোহার এঙ্গেলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।

তিনি আরও জানান, গৃহকর্মী আরিফা গত ২৪ জুন ওই বাসায় কাজে যোগ দেয়। আজ সকালে সে বাথরুমে ঢোকার পর অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় সবাই তাকে ডাকাডাকি শুরু করে। তবুও বাথরুমের দরজা না খুললে পুলিশে খবর দেয় তারা।

মৃত আরিফার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত