দীপিকার মা হওয়ার খবর জানার পর থেকেই সবার নজর ক্যাটরিনার দিকে। ভিকি কৌশলের স্ত্রী কবে মা হবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এমনকি কয়েকদিন আগে রটে যায় ক্যাটরিনা নাকি অন্তঃসত্ত্বা। লন্ডনে জন্ম নেবে তার সন্তান! এ নিয়ে নানা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিকি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিকি ও তৃপ্তি দিমরির নতুন সিনেমা ‘ব্যড নিউজ’-এর ট্রেলার। সিনেমার প্রচারে এসে ক্যাটরিনার মা হওয়া নিয়ে মুখ খুললেন ভিকি। সাংবাদিকদের প্রশ্নে ভিকি বলেন, ‘আপাতত তেমন কোনো খবর নেই। যেদিন সত্যিই বাবা হওয়ার আভাস পাবে, আপনাদের সবার আগে জানাব। কথা দিলাম।’
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকির লন্ডন সফরের ভিডিও। ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন বেবিবাম্প আড়াল করছেন ক্যাটরিনা। আর সেই ভিডিও দেখেই রটে যায়, অনুষ্কার মতো ক্যাটরিনাও লন্ডনে গেছেন সন্তান প্রসব করতে। ক্যাটরিনা নিজেও লন্ডনের নাগরিক। তার জন্ম সেখানেই। বাড়িও আছে সে দেশে।