বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আবারও বিশ্বচ্যাম্পিয়ন রোহিত-রাহুলের ভারত

আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:০৬ এএম

একেই বলে ফাইনাল! রোমাঞ্চের পর রোমাঞ্চের পসরা সাজিয়ে দুর্দান্ত উত্তেজনার ফাইনাল শেষে হাসি ফুটেছে ভারতীয়দের মুখে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা জিতে নিয়েছে নবম আসরের শিরোপা। পোয়েটিক জাস্টিস পেয়েছেন ভারতীয় কোচ কিংবদন্তি রাহুল দ্রাবিড়। আর একদম তীরে এসেও তরী ঢুবেছে দক্ষিণ আফ্রিকার। ৭ রানে ম্যাচ হেরে ভেঙেছে প্রথম বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে যাওয়ার স্বপ্ন। কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির পর ভারতকে বিশ্বকাপ জেতানো তৃতীয় অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করলেন রোহিত শর্মা।

মাঠে রোহিত শর্মা মাটিতে শুয়ে পড়েছেন। ড্রেসিংরুমে রাহুল দ্রাবিড়কে ঘিরে উল্লাসে অন্যরা। এইডেন মার্করামের চোখে রাজ্যের হতাশা। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে এসে জয়ের জোরাল সম্ভাবনা জাগিয়েও জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গত এক বছরের ভেতর পরপর দুটো আইসিসি আসরের ফাইনালে হারের পর, তিন নম্বরটা আর হারতে হলো না রোহিতকে। ৭ রানে ফাইনাল জিতে হ্যাটট্রিক রানার্স আপ হওয়ার আজীবন যন্ত্রণার হাত থেকে বাঁচলেন ভারত অধিনায়ক।

বিশ্বজয়ী অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মা

জুন ১১ ২০২৩, লন্ডন। নভেম্বর ১৯ ২০২৩, আহমেদাবাদ। টেমসের পার থেকে সবরমতীর ধার, সাদা পোশাক থেকে রঙিন; রোহিত শর্মা আর ট্রাভিস হেডের ভাগ্যটা বদলায়নি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ওয়ানডে বিশ^কাপের ফাইনাল, ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে এবং ‘হেডমাস্টার’ ভারতীয় ছাত্রদের বেধড়ক ধোলাই দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ^কাপের সেমিফাইনালেও ভারতের বোলারদের পিটিয়ে ছাতু বানানো শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারেননি, ফাইনালের আগেই হেড জুজু কাটিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপার মঞ্চে পৌঁছে যায় ভারত। অন্যপাশে আফগান রূপকথা থামিয়ে, স্মরণকালের সবচেয়ে সহজ সেমিফাইনাল জিতে আসা দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাটিং বাছলেন রোহিত। দ্বিতীয় ওভারেই কেশব মহারাজের বলে সুইপ করতে গিয়ে ক্লাসেনের দারুণ ক্যাচের শিকার হয়ে ভারত অধিনায়ক ফিরলেন ৯ রানে। ১ বল পর ঋষভ পান্তও বিদায় নেন কোনো রান না করেই। এক ওভারে জোড়া উইকেটপতনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই পঞ্চম ওভারে কাগিসো রাবাদা আউট করে দিলেন সূর্যকুমার যাদবকে। ৩৪ রানে ৩ উইকেট নেই ভারতের। তখনই বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধলেন অক্ষর প্যাটেল। ৫৪ বলে ৭২ রানের একটা জুটি ভারতকে দিল ভরসা, স্থিরতা। ৩১ বলে ৪৭ রান করে অক্ষর রান আউট হয়ে গেলেও থামেননি কোহলি। সবাই বলছিলেন, সেরাটা ফাইনালের জন্যই জমিয়ে রেখেছেন কোহলি, আসলেই শিরোপার মঞ্চ বের করে এনেছে তার সেরাটা। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলেছেন কোহলি, ৬ বাউন্ডারি আর ২ ছক্কায়। আউট হয়েছেন ১৯তম ওভারের পঞ্চম বলে। এর মাধ্যমেই ইতি ঘটল কোহলির টি-টোয়েন্টি বিশ^কাপ অধ্যায়ের। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে জানিয়েছেন, এবারই শেষ টি-টোয়েন্টি বিশ^কাপ। পরের আসর ভারতে, পরবর্তী প্রজন্মই এগিয়ে নিয়ে যাবে দলকে।

কোচ হিসেবে শেষ দিন ছিল রাহুল দ্রাবিড়েরও। খেলোয়াড়ি জীবনে সবচেয়ে খারাপ সময়টা দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজে, ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। চ্যাপেল জমানা, বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়। সেই দ্রাবিড় অবশেষে একটা বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন দুটো ফাইনাল হারের পর।

ভারত ২০ ওভারে করে ৭ উইকেটে ১৭৬ রান। এই রান তাড়ায় জাসপ্রিত বুমরাহ শুরুতেই ফেরান রেজা হেনড্রিকসকে। আর্শদীপের অফস্টাম্পের অনেক বাইরের বলে চালিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্করাম। ট্রিস্তান স্টাবসকে নিয়ে কুইন্টন ডি কক ইনিংস মেরামতের চেষ্টায় বেশ সফল হওয়ার পর ২১ বলে ৩১ করে স্টাবস বোল্ড প্যাটেলের বলে। এরপর হেইনরিখ ক্লাসেন এসে চালিয়েছেন ত্রাসের রাজত্ব। কিন্তু ২৭ বলে ৫২ রানের ইনিংসটা যে আরেকটু বড় হওয়ার দরকার ছিল। আর্শদীপকে চার মারার পর একই জায়গায় ক্যাচ তুলে দিয়েছেন ৩৯ রান করা ডি কক।

হার্দিক পান্ডিয়ার নিরীহ একটা ওয়াইড বলে চালিয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ক্লাসেন। ৩০ বলে ৩২ রানের সমীকরণ, যেটা মনে হচ্ছিল খুবই সম্ভব, সেটাই হয়ে গেল কঠিন। বুমরাকে যখনই বোলিংয়ে এনেছেন রোহিত, উইকেট নিয়ে প্রতিদান দিয়েছেন এই পেসার। ইয়ানসেনকে বোল্ড করে শেষ দিকে ম্যাচের যবনিকা পতনের দিকে নিয়ে আসতে থাকেন বুমরাহ। তবুও ডেভিড মিলার থাকায় একটা হুমকি ছিল, শেষ ওভারের প্রথম বলে সূর্যকুমার দারুণ ক্যাচ ধরে তাকেও ফিরিয়েছেন হার্দিকের বলে।

এরপর একরকম শেষ প্রোটিয়াদের সম্ভাবনা। ৮ উইকেটে ১৬৯ রানে আটকে গেল দক্ষিণ আফ্রিকা, প্রথম বিশ্বকাপ জয়ের সঙ্গে ব্যবধান থেকে গেল ৭ রানের। ৭টা সেমিফাইনাল পাড়ি দিয়ে আসা প্রোটিয়ারা আটকে গেল সেই সাতের গেরোতেই। আর ২০০৭-এর পর ২০২৪, আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা। ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি আর সিরিজ সেরা জাসপ্রিত বুমরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত