রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৭:৪৩ পিএম

আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রবিবার (৩০ জুন) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রবিবার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

রেওয়াজ অনুযায়ী প্রতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে প্রথম সপ্তাহে শুরু হতো। ২০২০ সালের কোভিড অতিমারির কারণে পরীক্ষার সময় ঠিক থাকেনি। শিখন ঘাটতি মেটাতে করোনা পরবর্তী সময় এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত