সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মেসির পেনাল্টি মিসে রোনালদোর কান্না থামবে?

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম

কয়দিন আগেই চলতি ইউরোতে পেনাল্টি মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচটিতে পেনাল্টি মিস করে তিনি কান্নায় ভেঙে পড়েন। বিবিসি তাদের ম্যাচ সম্প্রচারে ক্যাপশনে রোনালদোর নাম লিখে দেয় ‘মিসটিয়ানো পেনালদো’। এসব নিয়ে আলোচনা- সমালোচনা কম হয়নি। এবার কোপা আমেরিকায় পেনাল্টি মিস করে বসলেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

চাপের মুহূর্তে মেসির পেনাল্টি দক্ষতা নিয়ে বিতর্ক বেশ পুরনো। ২০১২ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বার্সার বিদায়ের পথে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগ কিংবা ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে বারের ওপর দিয়ে শট মারার ঘটনা উল্লেখযোগ্য। এছাড়া গত কাতার পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। সেটা অবশ্য টাইব্রেকার ছিল না। ম্যাচটি পরে ২-০ গোলে জিতে নেয় আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক নতুন করে আলোচনায় এলেন চলতি কোপায় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর। ইকুয়েডরের বিপক্ষে শুক্রবার শেষ আটের ম্যাচটি টাইব্রেকারে গড়ালে মেসি দলের হয়ে প্রথম শট নেন। কিন্তু তার শট গিয়ে লাগে গোলবারে। শেষ পর্যন্ত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত দুটি সেইভে ৪-২ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

পেনাল্টি মিসের পর অবশ্য রোনালদোর মতো হাউমাউ করে কাঁদেননি মেসি। ম্যাচ শেষে শুধু বলেছেন যে, পেনাল্টি মিসের পর তিনি খুব বিরক্ত হয়েছেন। আন্তর্জাতিক ম্যাচের টাইব্রেকারে এখন পর্যন্ত ১৩টি পেনাল্টি শট নিয়ে ২টি মিস করেছেন মেসি। টাইব্রেকার বাদ দিলে ২৯টি পেনাল্টি শট নিয়ে তিনি গোল করেছেন ২৪টিতে। আর রোনালদোর টাইব্রেকারের সাফল্য ১২ শটে ১০ গোল। এছাড়া টাইব্রেকার বাদে ২৮টি আন্তর্জাতিক পেনাল্টি শট নিয়ে তিনি সাফল্য পেয়েছেন ২০টিতে।

ক্যারিয়ারের শেষ ইউরো খেলতে নামা পর্তুগিজ সুপারস্টার রোনালদোকে ইদানিং প্রায়ই কাঁদতে দেখা যাচ্ছে। গত ১ জুন সৌদি প্রো লিগের ফাইনালে হেরে মাঠেই কেঁদেছিলেন। এবার কাঁদলেন ইউরোতে। ভবিষ্যতে কোনো ম্যাচে কান্নার আগে সিআর সেভেন তার চিরপ্রতিদন্দ্বীকে দেখে সান্ত্বনা পেতেই পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত