মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গাড়ি রাখলেই ৫০ টাকার রসিদ ধরিয়ে দেন ইজারাদার

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:২৩ এএম

গাড়িপ্রতি প্রথম ঘণ্টায় ২০ এবং পরের প্রতি ঘণ্টায় ১০ টাকা আদায় করার শর্তে মতিঝিল পার্কের পূর্বপাশের সড়ক ও দিলকুশা এলাকায় পার্কিংয়ের ইজারা দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে ইজারা পেয়ে সেই শর্তের তোয়াক্কা করছেন না ইজারাদার প্রতিষ্ঠান শাহাবুদ্দিন এন্টারপ্রাইজ। কোনো গাড়ি পার্কিংয়ে রাখা হলেই প্রতিষ্ঠানটির কর্মীরা ৫০ টাকার রসিদ ধরিয়ে দিচ্ছেন।

সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, এ এলাকায় গাড়ি রাখলেই ৫০ টাকার রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে। কতক্ষণ থাকল তার সময় কেউ দেখেন না। ইজারাদারের কর্মীরা অনেক সময় বাধ্য করেও টাকা নেন। রসিদের মধ্যেও কোনো তারিখ বা সময় লেখেন না। শুধু রসিদ ধরিয়ে দিয়ে টাকা নিয়ে যান। তাদের অভিযোগ, ইজারার নির্ধারিত জায়গার বাইরেও পার্কিং করা হচ্ছে। 

আলমগীর নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, সম্প্রতি অফিশিয়াল কাজে মতিঝিল যান তিনি। ওইদিন মতিঝিল পার্কের পূর্বপাশে কার পার্কিং করেন। এক ঘণ্টার কম সময় গাড়ি পার্কিং করা হলেও ৫০ টাকার রসিদ ধরিয়ে দিয়েছেন ইজারাদার প্রতিনিধি। এ নিয়ে আরও কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারাও প্রায় একই ধরনের অভিযোগ করেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহাবুদ্দিন এন্টারপ্রাইজের পরিচালক আশিক আনাম গতকাল বুধবার দুপুরে দেশ রূপান্তরকে বলেন, ‘এমন হওয়ার কথা নয়। আমরা নিয়ম অনুযায়ী ফি আদায়ের জন্য নির্দেশনা দিয়েছি। এর বাইরে ফি আদায় করছে কি না, খোঁজ নিতে হবে।’ এরপর হাতে পাওয়া ৫০ টাকার একটি রসিদ তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। দেড়-দুই ঘণ্টা পর আবার তাকে ফোন করা হলে তিনি আর রিসিভ করেননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘নিয়মের বাইরে কোনো কিছু করলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। তবে যেহেতু সময় মাপার ডিজিটাল কোনো উপায় নেই, সে ক্ষেত্রে বিষয়টা একটু জটিল।’

ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর মতিঝিল অ্যালিকা বিল্ডিং থেকে ইউনুছ টাউয়ার পর্যন্ত ৯৫টি গাড়ি এবং মতিঝিল পার্কের পূর্বপাশের রাস্তা জনতা ফোয়ারা থেকে টয়োটা বিল্ডিং পর্যন্ত ২৫টি গাড়ি পার্কিংয়ের জন্য মেসার্স শাহাবুদ্দিন এন্টারপ্রাইজকে এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। ১২০টি গাড়ি পার্কিংয়ের শর্তে প্রায় ৩১ লাখ টাকায় ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ইজারার ১৩ নম্বর শর্তে বলা হয়েছে, প্রতিটি গাড়ি প্রথম ঘণ্টা ২০ এবং পরবর্তী প্রতি ঘণ্টায় ১০ টাকা হারে ফি আদায় করতে পারবে। একই সঙ্গে সিএনজি, ভ্যান ও মোটরসাইকেল থেকে প্রতি ঘণ্টায় ১০ টাকা আদায় করতে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত