আরও একটি কোপা আমেরিকার শিরোপা জিতলেন লিওনেল মেসি। কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচটি আর্জেন্টিনা জিতে নিল ১-০ গোলে। ম্যাচের ৬৬ মিনিটে চোটাক্রান্ত মেসিকে তুলে নিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে মাঠে নেমেই অনন্য এক রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ম্যাচে মাঠে নামতেই মেসি হয়ে গেলেন কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল ম্যাচ খেলা খেলোয়াড়। পেছনে পড়ে গেলেন তারই সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো। এই ফাইনাল ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই আসরে সবমিলিয়ে পাঁচটি ফাইনাল খেলছেন মেসি।
সাদা-আকাশী নীল জার্সিতে সর্ব প্রথম ২০০৭ সালের ফাইনালের মাঠে নেমেছিলেন মেসি। সেই ফাইনালে ব্রাজিলের কাছে হারে তার দল। এরপর খেলেন ২০১৫ ও ২০১৬ সালের ফাইনাল। দুটি কোপাতেই ফাইনালে তারা হারে চিলির কাছে। এরপর ২০২১ সালের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি। অন্যদিকে মাশ্চেরানো ২০০৪, ২০০৭, ২০১৫ ও ২০১৬ সালের কোপার ফাইনাল খেলেছিলেন।