মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সর্বোচ্চ গোল লাউতারোর, সেরা গোলকিপার ‘বাজপাখি’

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:১০ পিএম

কোপা আমেরিকার ফাইনালে বদলি নেমেই জ্বলে উঠলেন লাউতারো মার্তিনেজ। তার একমাত্র গোলেই কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা জিতে নিল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ ১৬বার শিরোপা জিতল লিওনেল মেসির দল। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরার দৌড়ে আর্জেন্টাইনরাই এগিয়ে।

এবারের আসরে মোট পাঁচ গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছেন লাউতারো। ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেওয়া এমিলিয়ানো মার্তিনেজ হয়েছেন এবারের আসরের সেরা গোলরক্ষক। অন্যদিকে আসর জুড়ে দারুণ ফুটবল উপহার দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজ।

টুর্নামেন্টে রদ্রিগেজ সর্বোচ্চ ছয়টি অ্যাসিষ্ট করে নতুন রেকর্ড গড়েছেন। ২০১১ সালের পরিসংখ্যান রাখা শুরুর পর কোপার ইতিহাসে এটাই এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। ফাইনালে সাফল্য না পেলেও রদ্রিগেজকে সেরা খেলোয়াড় হিসেবে দেওয়া হয়েছে গোল্ডেন বল। এছাড়া টুর্নামেন্টে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে রানার্সআপ হওয়া কলম্বিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত