বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মেট্রোরেল চলাচল বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:৩৬ পিএম

অনিবার্য কারণবশত আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট এক ফেসবুক পোস্টে জানা হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোট্রেন বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রোট্রেন চলাচল করবে না। আগের মতো মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন বন্ধ আছে।

যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় মেট্রোরেল চলা সীমিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত