মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

জকোভিচের কাছে হেরে 'বিদায়' নাদালের 

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:২১ পিএম

সর্বাধিক ১৪ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে নিজেকে লাল দুর্গের রাজা বানিয়েছেন রাফায়েল নাদাল। এ কারণেই ফরাসী আয়োজকরা অলিম্পিক মশাল প্রজ্জলনের অংশ নেয়ার সুযোগ দিয়ে সম্মানিত করেছেন এই স্প্যানিয়ার্ডকে। 

যে রোলাাঁ গারোঁতে তার এতো সাফল্য সেখানে ফিরেছিলেন স্প্যানিশ কিংবদন্তী। স্বদেশী আলকারাজকে নিয়ে ডাবলসের প্রথম ম্যাচ জিতেছেন। এককে প্রথম রাউন্ডের ম্যাচও জিতেছিলেন। তবে ঠিক সেই নাদালকে দেখা যায়নি সে ম্যাচে। জিততে সংগ্রাম করতে হয়েছিল। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নোভাক জকোভিচের সঙ্গে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে গিয়ে আর পারেননি রাফা। প্রথম সেটে ৬-১ গেমে হারার পর, ১-৪ গেমে পিছিয়ে পড়েছিলেন দ্বিতীয় সেটে। সেখান থেকে জকোভিচের সার্ভিস ব্রেক করে ৪-৪ সমতা ফেরালেও, শেষপর্যন্ত পারেননি। হেরে বিদায় নিয়েছেন তার প্রিয় কোর্ট থেকে, অলিম্পিকের একক থেকে, যার স্বর্ণপদক জিতেছিলেন তিনি ২০০৮ সালের বেইজিং গেমসে। সেবার শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালে জকোভিচকেই হারিয়েছিলেন নাদাল। 

তাই এক অর্থে অলিম্পিকে প্রতিশোধ নিলেন জকোভিচ ১৬ বছর পর। চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ৬০তম লড়াইয়ে ৩১ বারের জয় নিয়ে তৃতীয় রাউন্ডে (প্রি কোয়ার্টার ফাইনাল) উঠে গেছেন জকোভিচ। যদি ফাইনালে ওঠেন, আরেক নাদালের উত্তরসুরী কার্লোস আলকারাজের সঙ্গে দেখা হতে পারে তার। 
নাদাল এখন আলকারাজকে সঙ্গে নিয়ে ডাবলসেই মনোযোগ দেবেন। সেখানে কতোটুকু এগোতে পারেন সেটাই দেখার। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত