শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সেই শরীফার মৃত্যুদণ্ড রহিত করে আমৃত্যু কারাদণ্ড

  • ফাঁসির সেল থেকে সাধারণ সেলে নেওয়ার নির্দেশ
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২:৩৫ পিএম

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে প্রায় ২৪ বছর ফাঁসির সেলে (কনডেম সেল) থাকা শরীফা বেগম ও সামাদের মৃত্যুদণ্ড রহিত করে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। পাশাপাশি ফাঁসির সেল থেকে সাধারণ সেলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এই রায় দেন। আদালতে শরীফা ও সামাদের পক্ষে ছিলেরন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গত ১ জুলাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’ শিরোনামে এবং ‘শরীফাকে কেউ মনে রাখেনি’ উপশিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন সকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিবেদনটি নজরে নিয়েছেন প্রধান বিচারপতি। আপিল মামলাটি শুনানির উদ্যোগ নিয়েছেন তিনি। এর ধারাবাহিকতায় দীর্ঘদিন পর গত ৯ জুলাই এ আপিল মামলাটি (৯৬/২০১৭) শুনানির জন্য কার্যতালিকায় আসে।

প্রতিবেদনে বলা হয়, তিন মাস বয়সী মেয়ে সূচী আক্তারকে রেখে ২৬ বছর আগে হত্যা মামলায় শরীফা বেগম কারাগারে যান। ৫৫ বছরের জীবনের প্রায় ২৪ বছরই ‘মৃত্যু সেলে’ থাকা শরীফার মামলার বিচারই এখনো শেষ হয়নি। শরীফার মতো জামালপুরের আবদুস সামাদ আজাদ ওরফে সামাদও একই মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়ে গত ২৪ বছর ধরে ফাঁসির সেলে বন্দি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি ফ্ল্যাটে সংঘটিত ওই খুনের ঘটনায় ১৯৯৮ সালে গ্রেপ্তারের পর ২০০০ সালের ৩১ অক্টোবর বিচারিক আদালতে তার ফাঁসির রায় হয়। সেই থেকে শরীফা ফাঁসির সেলে (কনডেম সেল) বন্দি। ২০০৩ সালের ২২ জুলাই হাইকোর্টে তার এবং সামাদের সাজা বহাল থাকে। এরপর ২১ বছরেও তার আপিল নিষ্পত্তির তথ্য মেলেনি।

কারা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কারা ইতিহাসে আর কোনো নারী আসামিকে এত দীর্ঘ সময় ফাঁসির সেলে থাকতে হয়নি। এতে আরও বলা হয়, ২০১৬ থেকে শরীফা আছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ফাঁসির সেলে। আর্থিক অসংগতি ও মুক্তির সম্ভাবনা নেই মনে করে শরীফার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ কমে গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত