ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভূমিধসে তিন দিন পর ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (২ আগস্ট) কাদার ভেতর থেকে একই পরিবারের চার সদস্যকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের একজন জানান, ভূমিধসের কারণে তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি। তাদেরকে বিমানে করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এদিকে ভূমিধসে ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী । তার মধ্যে ১৯৫টি দেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ১১৩টি দেহাংশ পেয়েছেন উদ্ধারকারীরা। সেগুলোরও ময়নাতদন্ত করা হয়েছে। ভূমিধসের পর থেকে গত চার দিনে ওয়েনাড় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে। প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কুকুরকেও এই কাজে ব্যবহার করা হচ্ছে।
ত্রাণ এবং উদ্ধারের কাজে গতি আনতে ওয়েনাড়ে ১৯০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনা। ৪৮ ঘণ্টার মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এত দিন বিপর্যস্ত এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাচ্ছিল না। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। ওই সেতুর মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যের ওয়েনাড জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটে।