বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফিক্সিংয়ে অভিযুক্ত ২৫ বছরের লঙ্কান স্পিনার

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

ক্যারিয়ারের যখন উত্থানের সময়, তখনই তিনি জড়িয়েছেন ফিক্সিংয়ে। শ্রীলঙ্কার তরুণ বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমার বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জয়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ আনার খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

২৫ বছর বয়সী জয়াবিক্রমা আন্তর্জাতিক ম্যাচ ও লঙ্কা প্রিমিয়ার লিগে এসব দুর্নীতি করেছেন বলে আইসিসির বিবৃতি থেকে জানা গেছে। অভিযোগগুলো হলো- আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া, ২০২১ এলপিএলে এক জুয়ারির পক্ষ থেকে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানো এবং এ বিষয়ক মেসেজ মুছে আইসিসির তদন্তে বাধা দেওয়া।

আইসিসির নিয়ম অনুযায়ী, ৬ আগস্ট থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে এসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর সুযোগ পাবেন জয়াবিক্রমা। ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর জয়াবিক্রমা এখন পর্যন্ত ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের হয়ে তিনি ২০২২ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত