চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকালে বটতলী স্টেশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ৯ ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লোহাগাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাজ্জাতুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আসহাব উদ্দিন চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে এসেছে। অবিলম্বে গণতন্ত্র ফেরাতে নির্বাচন দিন।
তারা আরো বলেন, গত আওয়ামী সরকারের আমলে বিএনপি’র যেসব কর্মী বিনা কারণে মামলার সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও দেশের সংখ্যালঘু সম্প্রদায় ওপর যাতে হামলা বা ভাঙচুর না হয় সেদিকে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দীন, আবু তাহের চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, ফৌজুল কবির ফজলু , যুবদল নেতা নাজিম উদ্দীন, নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।