বাংলাদেশে আইসিসি ইভেন্ট এমনিতেই খুব কম হয়। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তাই দেশের ক্রিকেটাঙ্গনে বেশ আগ্রহ ছিল। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে নারী বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই হতাশ। তাদের আশা ছিল, দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবেন।
বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘বিশ্বকাপ এখানে না হওয়ায় যেটা হলো যে, সবারই তো একটা ইচ্ছা থাকে ঘরের মাঠে বিশ্বকাপ খেলার। অনেকেরই স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই স্বপ্ন ছিল দেশের মাটিতে বিশ্বকাপ খেলার। ওদের তাই একটু মন খারাপ। হতাশ ওরা। দেশের কন্ডিশনও অবশ্যই মিস করব আমরা।’
হতাশা থাকলেও দলের লক্ষ্যে কোনো পরিবর্তন হয়নি বলেও জানালেন সাবেক এই অধিনায়ক, ‘ভেন্যু পরিবর্তন হওয়ায় আমাদের প্রত্যাশা ও পরিকল্পনায় কোনো বদল হয়নি। ঘরের মাঠের বাড়তি সুবিধা আমরা পাচ্ছি না। বাকি সব আগের মতোই আছে। আগের পরিকলপনা যেমন ছিল, তেমনই আছে। আমাদের লক্ষ্য বিশ্বকাপে ভালো কিছু করা। আমরা বলব না যে চ্যাম্পিয়ন হতে চাই বা রানার্স আপ হতে চাই। আমরা ভালো কিছু করতে চাই।’
হাবিবুল আরও জানান, বিশ্বকাপে চোখ রেখেই এবারের মেয়েদের জাতীয় লিগ রাজশাহীতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, ‘রাজশাহীতে দেওয়ার কারণ, আমরা চাইছি টুর্নামেন্টটি যেন ভালো উইকেটে খেলা হয়। রাজশাহী, সিলেট, এসব জায়গায় সাধারণত ভালো উইকেট থাকে, স্পোর্টিং উইকেট থাকে। আমরা চাচ্ছি মেয়েরা যেন এরকম উইকেটে খেলতে পারে। আরেকটা ব্যাপার হলো, এখন যেহেতু বৃষ্টির সময়, রাজশাহীতে একটু কম বৃষ্টি হয়। এই টুর্নামেন্ট আমাদের সময়মতো শেষ করতে হবে।’