বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

প্রবাসীরা ঘোষণা করলেন বাংলাদেশের বিশ্বকাপ দল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

সাধারণত বিসিবি থেকে ই-মেইলে ঘোষণা করা হয় দল। সেটা প্রকাশ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কোনো এক নির্বাচক। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর আজ ঘোষণা করার কথা বাংলাদেশের দল। তবে এবার আর কোনো বিজ্ঞপ্তি দিয়ে নয়। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ঘোষণা করা হয়েছে দল। মূলত বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই নাম প্রকাশ করেছেন নিগার সুলতানা জ্যোতিদের।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে চমকের নাম তাজ নেহার। অভিষেকের অপেক্ষায় থাকা ২৬ পেরুনো টপ অর্ডার ব্যাটারকে দলে নিয়েছেন নির্বাচকরা। তার জায়গা পাওয়াই বড় খবর। ডানহাতি এই ব্যাটার কোন সংস্করণেই বাংলাদেশের জার্সিতে আগে খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়ে গেলেন তিনি। বিশ্বকাপ দলে অভিজ্ঞ জাহানারা আলমের জায়গা হলেও ঠাঁই পাননি রুমানা আহমেদ।

গত এশিয়া কাপের স্কোয়াডে থাকা সাথি রানি ও দিশা বিশ্বাসও বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। দলে আছেন সোবহানা। শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলের হয়ে যিনি রান পেয়েছেন। বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে ভালো করে ফিরে আসা অভিজ্ঞ রুমানা। কারণ জাতীয় দলের হয়ে হাসেনি তার ব্যাট। বিশ্বকাপ দলে জায়গা পাননি সম্ভাবনাময় ব্যাটার রাবেয়া হায়দার ঝিলিক, ইশমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন ও শরিফা খাতুনরা।

বাংলাদেশের পেস আক্রমণের জাহানারার সঙ্গে আছেন মারুফা আক্তার আর দিশা বিশ্বাস। নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুনদের নিয়ে স্পিন বিভাগ বেশ জুতসই।

বিসিবি এক ভিডিওতে প্রবাসীদের দিয়ে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে শুরুতেই হাজির হয়েছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের ইনচার্জ হাবিবুল বাশার সুমন। তিনিই জানান প্রবাসীরা ঘোষণা করবেন এবার স্কোয়াড।

কানাডা প্রবাসী সুবর্ণা শারমীন দলের অধিনায়ক জ্যোতি ও মারুফা আক্তারের নাম ঘোষণা করেন। দক্ষিণ আফ্রিকা প্রবাসী রুবেল ঘোষণা করেন দিশা বিশ্বাসের নাম। সাথী রানির নাম প্রকাশ করেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী নাসিম সাদমান দীপ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই দেশেরই শহর দুবাই প্রবাসী সাগর দেব নাথ জানান মুর্শিদা খাতুন ও স্বর্না আক্তার খেলছেন এই আসরে।

T-20-WC-2

কাতার প্রবাসী মোহাম্মদ নাহিদ ইসলামের কণ্ঠে নিশ্চিত হয় স্কোয়াডে আছেন রিতু মনি ও নাহিদা আক্তার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আকাশ রহমানও প্রকাশ করেন দুজনের নাম। তারা হলেন সুলতানা আক্তার ও সোবহানা মোস্তারি। মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে মোস্তফা ইমরান জানান ফাহিমা খাতুনও বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আরব আমিরাতে। ওমানের মাস্কাট থেকে মোহাম্মদ ইয়াসিন ঘোষণা করেন জাহানারা আলমের নাম।

সুইডেন থেকে দিলারা আক্তার ও তাজ নেহারের নাম ঘোষনা করেন নাফিসা তাবাসসুম। সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আল আমিন খান ঘোষণা করেন রাবেয়া খানের নাম। তারা সবাই নাম ঘোষণার সঙ্গে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলকে বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন।

ভিডিওর শেষে হাজির হন জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও দলকে শুভেচ্ছা জানিয়ে প্রত্যাশা করেন এবার বাংলাদেশ ভালো কিছু করবে টুর্নামেন্টে।   

মিরপুরে দল ঘোষণার পর বাশার বলেন, ‘আমাদের এবারের বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। দেশের ক্রিকেটে কিন্তু খুব বড় শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখনই প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।’

তিনি আরও বলেন, ‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। এরপর দেখেছি সবাই খুব আগ্রহ নিয়েই তাকিয়ে আছে আসন্ন বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের মাধ্যমে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।’ 

বিদেশের মাটিতেও বাংলাদেশ দল সমর্থন পাবে বলে বিশ্বাস বাশারের, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সবসময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি যে প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’

১৫ সদস্যের দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদ। দলে চমক বলতে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নেহার। ২৬ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, তাজকে দলে নেওয়া হয়েছে মূলত সাবেক অধিনায়ক রুমানার জায়গায়, ‘রুমানা এশিয়া কাপে ভালো করেনি। তার ব্যাটিংটাও আপাতত টি-টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না। তার জায়গায় তাজ নেহারকে নেওয়া হয়েছে।’

রুমানার বাদ পড়ার প্রসঙ্গে এসেছে আরেক সিনিয়র ক্রিকেটার সালমা খাতুনের নামও। প্রায় এক বছর ধরেই তিনি জাতীয় দলে নেই। প্রধান নির্বাচক জানিয়েছেন, তাদের ভবিষ্যৎ চিন্তায়ও নেই নারী দলের সাবেক এই অধিনায়ক। বরং সালমা আর রুমানাকে নিয়ে বিসিবির অন্য চিন্তাই আছে বলে জানিয়েছেন তিনি, ‘সালমা, রুমানা দুজনের সঙ্গেই আমরা কথা বলেছি। তারা যদি দেশের হয়ে শেষ কোনো ম্যাচ খেলতে চায়, অবশ্যই আমরা চেষ্টা করব, তাদের মাঠ থেকে বিদায় দিতে। খেলা ছাড়ার পরও বোর্ডে তাদের অন্য ভূমিকায় রাখা যেতে পারে। তবে সিদ্ধান্তটা তো তাদেরই নিতে হবে।’

দলে সুযোগ পাওয়া ব্যাটার সোবহানা মুশতারীর সাম্প্রতিক ফর্ম যে ভালো নয়, সেটা স্বীকার করেছেন সাজ্জাদ আহমেদও। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর শেষ পর্যন্ত তাকেই নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘এটা ঠিক, যে রকম আশা করেছি, ও সেরকম খেলতে পারছে না। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো বিকল্পও নেই। এশিয়া কাপে আমরা ইশমা তানজিমকে চেষ্টা করেছি। কিন্তু এশিয়া কাপ বা এর আগে জাতীয় লিগেও সে ভালো করেনি।’

সোবহানার ব্যাপারে প্রধান নির্বাচক বাড়তি যোগ করেছেন, ‘ও মূলত তিন নম্বরে খেলে। তবে প্রয়োজনে পেছনের দিকেও সে খেলতে পারে। তাকে চাইলে ফ্লোটার হিসেবেও কাজে লাগানো যায়।’

৩ অক্টোবর শারজাহ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। ৫ অক্টোবর একই ভেন্যুতে জ্যোতিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড:  

নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রানি, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মুশতারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত