দুই সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। চলছে স্থল অভিযানও। তবে থেমে নেই লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। প্রায় প্রতিদিনই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
এরই ধারাবাহিকতায় ইসরায়েলে বুধবার ২৪০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর আগের দিন মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। খবর আল জাজিরা।
ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।
এছাড়া উত্তর ইসরায়েলের বেইত হিল্লেলের উপর দিয়ে উড়ন্ত একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। এতে সামরিক হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়।
তবে হেলিকপ্টারটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা তা জানায়নি হিজবুল্লাহ এবং ইসরায়েলি সামরিক বাহিনী থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননে ইসরায়েলের বোমা হামলা এবং গত সোমবার থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হেলিকপ্টারে এটিই হিজবুল্লাহর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা।
আল জাজিরা আরও জানিয়েছে যে, স্থল অভিযানে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের কবলে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের সীমান্ত এলাকাগুলতে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে তিনটি পৃথক স্থানে ইসরায়েলি সেনাদের তীব্র যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে আটজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছে।
হতাহতদের অনেককে বিমানে করে দ্রুত ফেরত আনতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।