বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পুলিশে ‘ছাত্রলীগ’ খুঁজতে ৬ বিসিএসে ফের ভেরিফিকেশন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৯ পিএম

বর্তমান অন্তরবর্তীকালীন সরকার সাবেক আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ৬টি বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক আদর্শ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পুনরায় পুলিশ ভেরিফিকেশন শুরু হচ্ছে।

গত ২০ অক্টোবর পুলিশের বিশেষ শাখা (এসসি) থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। তথ্য মতে ২৮, ৩৫, ৩৬, ৩৭, ৪০ ও ৪১তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের আটটি তথ্য যাচাই করা হবে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও ক্যাম্পাস রাজনীতিতে ভূমিকা দেখা হবে।
 
গত ২০ অক্টোবর পুলিশের বিশেষ শাখা থেকে একটি চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় সংশ্লিষ্ট বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জীবনবৃত্তান্ত পুনরায় যাচাই করতে হবে। এ জন্য সহকারী পুলিশ সুপার বা তদ্বপেক্ষা উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা গোপনীয়তা রক্ষা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, পুনরায় যাচাইয়ে কর্মকর্তাদের নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল ফোন নম্বর, ই-মেইল, ফেসবুক প্রোফাইল, টিআইএন নম্বর এবং পাসপোর্ট নম্বর সংযুক্ত করতে হবে। তাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেশন, অধ্যয়ন বিষয় ও আবাসিক হলের তথ্য ছাড়াও শিক্ষাজীবনে তাদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হবে।

এছাড়াও কর্মকর্তার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দুজন বন্ধুর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করার পাশাপাশি সংশ্লিষ্ট থানার রেকর্ডও যাচাই করা হবে। প্রার্থীর কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কি না, সেই তথ্যও প্রদান করতে বলা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বন্ধুদের কাছ থেকেও প্রার্থীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত