বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

‘একটি স্বপ্নের মৃত্যু’ অব্যাহতি পাওয়া এসআই ক্যাডেটের ফেসবুক পোস্ট

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেট অব্যাহতি পেয়েছেন। তাদেরই একজন রাফিন হোসেন অনিক। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে তিনি এসআই পদে যোগদান করেছিলেন। অব্যাহতির পর তিনি ‘একটি স্বপ্নের মৃত্যু’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাফিন হাসান অনিক এ কথা বলেন।

পোস্টে অনিক লিখেন, ‘পুলিশ সাব-ইন্সপেক্টরের ট্রেনিং শেষ করে আজকে নিয়োগপত্র হাতে নিয়ে খুশি মনে বাড়ি যাওয়ার কথা ছিলো অথচ যাচ্ছি অব্যাহতি পত্র ( বহিষ্কার আদেশ) আর অনিশ্চিত ভবিষ্যতের এক পৃথিবী সমান দুশ্চিন্তা আর সাত আসমান-জমিনসম কষ্ট বুকে নিয়ে। মাঝেমধ্যে পুলিশ একাডেমির একেকটা দিন ১ মাসের মত দীর্ঘ মনে হয়। এরকম ৩৬৫টা দিন যে কত বেশি কষ্ট, পরিশ্রমের মধ্যে দিয়ে পার করেছি তা একমাত্র আল্লাহ এবং আমিই জানি। অনেকবার অসুস্থ হয়ে পড়েছিলাম, একবার তো পড়ে গিয়ে দুই হাঁটুতে মারাত্মক জখম হয়েছিলো, পা বাঁকা করতেও পারছিলামনা কয়েকদিন তাও ১ টা দিনের জন্য মেডিকেলে ভর্তি থাকিনি। প্রতিটা দিন ভোর রাত থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত ট্রেনিংয়ের শিডিউল অনুযায়ী প্রতিটা কাজেই উপস্থিত থেকেছিলাম। ইচ্ছা ছিলো ৩৬৫ দিন থেকেই প্রথম দলের সাথেই বের হবো যত কষ্ট হওয়ার হোক, ৩৬৫ দিন পার করলাম ঠিকই তবে প্রাপ্তির খাতা শূন্য।

অব্যাহতির কারণ হিসেবে দেখানো হয়েছে একদিন ক্লাসে বসা নিয়ে হৈচৈ ও অমনোযোগী। যা প্রকৃতপক্ষে ঘটেনি বলে পোস্টে দাবি করেন তিনি। 

অনিক লিখেন, যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ৫ বছর আগে স্টোরিতে দিয়েছিলাম, এছাড়াও আমার ক্লাসমেট, শিক্ষক হতে শুরু করে আমার কাছের প্রতিটা মানুষই জানে এই জবের প্রতি আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই কত বেশি প্যাশনেট ছিলাম। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছিলাম। ডিপার্টমেন্টাল রেজাল্টও ভালো ছিলো, অনার্সে ৩য় স্থান অর্জন করেছিলাম, আর মাস্টার্সেও প্রথম সারিতেই ছিলাম।

তিনি আরও লিখেন, বর্তমান রাষ্ট্র এবং রাষ্ট্রব্যবস্থার কাছে আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় ১১টা ধাপের একটাতেও যোগ্যতা ছাড়া উত্তীর্ণ হয়ে থাকি এবং আমার ছাত্রজীবনে বা কখনো কোনো খারাপ কাজের সঙ্গে ১ দিনের জন্যও সংশ্লিষ্ট থাকি তাহলে তা প্রকাশ করুন, তখন আমি ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত থাকবো, এখন বুকের মধ্যে যে যন্ত্রণা টা হচ্ছে তার চাইতে হয়তো মৃত্যুই শ্রেয়। আর যদি তা না পারেন তাহলে এইসব মিথ্যা বানোয়াট অজুহাত না দেখিয়ে সরাসরি বলুন কেন অব্যাহতি দেওয়া হলো আমাকে।

অব্যাহতি পাওয়া এসআই ক্যাডেট জানান, ছোট থেকেই তার মা চাইতেন পড়াশোনা করে ভালো কিছু করা এবং কোনো ঝামেলাতে যেন না জড়ায়। পোস্টে তিনি লিখেন, তাই ছোট থেকেই আমাকে নানু বাড়িতে রেখে পড়াশোনা করিয়েছে, এসএসসির পর ঢাকায় কলেজে ভর্তি হই তারপর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা। যখন আমি, আমার এবং আমার পরিবারের স্বপ্ন পূরণের ঠিক দ্বারপ্রান্তে তখন কেন আমার সাথে এই অন্যায় অবিচার করা হলো?????

কেন আমাকে ও আমার পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো??? এইসব প্রশ্নের উত্তর কে দেবে আমাকে?? আল্লাহর কাছে বলে রাখলাম, যদি তিনি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে যেনো এই অন্যায় অবিচারের বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতে দেখে যাওয়ার সুযোগ দেন।

শেষে তিনি লিখেন, ‘তোমরা যদি জমিনে জুলুম লেখো, আসমানে ইনকিলাব লেখা হবে। সব মনে রাখা হবে, সবকিছু মনে রাখা হবে।’ বিদায় স্বপ্নের ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’।

সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত মাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপ-পরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের এই নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হলো। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার।

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৩১০ জন এসআইকে অব্যাহতি দেওয়া হল। তাদের সবাই নিয়োগ পেয়েছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত