ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে তিনি বলেন, আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব, লিখে রাখেন।
এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা করতে যান। তবে কাঁঠালিয়া থানায় তার নামে থাকা একটি মামলার জেরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে শাহজাহান ওমর অভিযোগ করে বলেন, এ হামলার সঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকন জড়িত। আমি গতকাল বুধবার বিকেলে ঢাকা থেকে বরিশাল আসি। এ খবর শুনে কাঁঠালিয়া থানায় রাতে আমার নামে মামলা হয়েছে। তবে আমি এসব মামলায় ভয় পাই না। আমি আবারও এই দেশে এমপি-মন্ত্রী হব লিখে রাখেন।
হামলার অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন বলেন, কারা শাহজাহান ওমরের বাসভবনে ও গাড়িতে ইট নিক্ষেপ করেছে, তা আমার জানা নেই।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, থানার বাইরে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে।