বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

‘বুক কাঁপে না মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে দীপ্তি

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দেশ বিদেশের দর্শকদের কাছে পরিচিতি পান দীপ্তি চৌধুরী। কিছুদিন ধরে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই দেখা যাচ্ছে তাকে নিয়ে মীম বানানো হচ্ছে। কখনও দীপ্তির পরিবার, কখনও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ট্রল করা হচ্ছে তাকে।

শেষপর্যন্ত এসবে বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন দীপ্তি। শুক্রবার নিজের ফ্যানপেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বডি শেমিং, ট্রলিং, পলিটিকাল হ্যারেসমেন্ট আরও কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনল না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।’

দীপ্তির এই পোস্টে শত শত মানুষ মন্তব্য করেছেন। কেউ তার পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, আপনি আরও সফল হন। আবার কেউ  বলছেন, এসব অপপ্রচার করে কেউ দীপ্তির সুনাম নষ্ট করতে পারবেন না। দীপ্তি চ্যানেল আইতে ‘এখন কি চাই’ এবং ‘স্ট্রেট কাট’ নামের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত