অবশেষে বিয়ে হয়ে গেল দক্ষিণী তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। হায়দরাবাদে পারিবারিক স্টুডিওতে বসে বিবাহের আসর। আগেই জানা গিয়েছিল, প্রাচীন রীতিতে হবে বিয়ের অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিয়ের ছবি। সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগার প্রথম বিয়েতেও ছিল ঐতিহ্যের ছোঁয়া। একটা সময় জুটি হিসাবে বহুল আলোচিত ছিলেন সামান্থা-নাগা। অভিনেতার নামে নিজের শরীরে ট্যাটুও করিয়েছিলেন সামান্থা। তবে সেই বিয়ে টিকেছিল মাত্র ৪ বছর। যদিও নাগা নিজেই জানিয়েছেন, সম্পর্কে থাকাকালীনই অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। নাগা-শোভিতার বিয়ের দিন সামান্থার খবর জানতে চেয়েছেন অনেকে। এ বার যেন নিজে থেকেই পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।
ইদানীং প্রায়শই নিজের লড়াই, ভেঙে পড়ে ফের ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন অভিনেত্রী। প্রাক্তন স্বামীর বিয়ের দিন সামান্থা তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি একটি বাচ্চা মেয়ের এবং একটি বাচ্চা ছেলের লড়াইয়ের ছবি পোস্ট করেছেন। আর সঙ্গে লিখেছেন, ‘ফাইট লাইক গার্লস!’ সামান্থার কথায়, ‘অপমানিত হলে, লড়ে যাও!’ বিবাহবিচ্ছেদের পর কর্মজীবনে যেমন সাফল্য পেয়েছেন, পাশাপাশি গুরুতর অসুস্থও হয়েছেন বেশ কয়েক বার। তবে সামান্থা যে থেমে থাকবেন না, নিজের কাছে নিজেই যেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন অভিনেত্রী।