মার্কিন স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসন হত্যার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআইয়ের যৌথ অভিযানে সোমবার (৯ ডিসেম্বর) পেনসিলভিনিয়ার অ্যাল্টুনায় লুইজি ম্যানজিওন গ্রেপ্তার হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তার লুইজি ম্যানজিওনের বয়স ২৬ বছর। তাকে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে একা বসে থাকতে দেখে সেখানকার একজন গ্রাহক ও কর্মচারী পুলিশকে খবর দেন। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার কাছে জানতে চায় তিনি সম্প্রতি নিউ ইয়র্কে ছিলেন কিনা। এতে তিনি ঘাবড়ে যান ও চুপ থাকেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ তার ব্যাকপ্যাক তল্লাশি করে একটি কালো ঘোস্ট গান পেয়েছে। এগুলো হচ্ছে এমন অস্ত্র যা ভিন্ন ভিন্ন বন্দুকের অংশ জুড়ে তৈরি করা হয়, ফলে উৎস অনুসন্ধান করা সম্ভব হয় না। বন্দুকের সঙ্গে একটি সাইলেন্সার এবং গুলি ভর্তি ম্যাগাজিনও পাওয়া গেছে। এছাড়া তার কাছে থাকা পোশাক ও মাস্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার রাতে ম্যানজিওনকে অ্যাল্টুনার ব্লেয়ার কাউন্টি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়। নিউ ইয়র্ক প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যাসহ চারটি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগ এনেছেন।
পেনসিলভানিয়ার প্রসিকিউটররা জানান, ম্যানজিওনের কাছে ভুয়া পরিচয়পত্র ও বড় অঙ্কের নগদ অর্থ ছিল। তাকে জামিন না দিয়ে আটক রাখা হয়। পুলিশ সন্দেহ করছে তিনি পালানোর পরিকল্পনা করছিলেন।
ম্যানজিওন মেরিল্যান্ডের বাসিন্দা। তিনি ২০২০ সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভিনিয়া থেকে প্রকৌশলে দ্বৈত ডিগ্রি অর্জন করেন। পুলিশ জানিয়েছে, ম্যানজিওনের কাছে পাওয়া হাতে লেখা একটি চিঠি থেকে তার মানসিক অবস্থার ধারণা পাওয়া যায়। এ লেখায় মার্কিন করপোরেটদের প্রতি তার বিদ্বেষ প্রকাশ পায়।
৫০ বছর বয়সী জেফ থম্পসন বুধবার ভোরে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে গুলিবিদ্ধ হন। ভিডিও ফুটেজে দেখা যায়, হত্যাকারী ঘটনাস্থল থেকে বাইকে করে সেন্ট্রাল পার্কে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাস স্টেশনে যান। পুলিশ এখন তদন্ত করছে ম্যানজিওনের কোনো সহযোগী ছিল কিনা এবং তিনি আর কোনও হামলার পরিকল্পনা করেছিলেন কিনা।