বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে (একিউআই কমবেশি ২৫০)। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শের কথা জানানো হয়।

এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। ইটভাটা, শিল্প কারখানার মালিকদের এবং সাধারণ মানুষকে নিচের পদক্ষেপগুলো নিতে বলা হয়েছে। এরমধ্যে  কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা,  নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া,  নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো, পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বায়ুর মানমাত্রা নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পোনে ৬টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। মাত্রা ১৯৩। গত কয়েকদিন ধরেই ঢাকার অবস্থান ১ থেকে ৫ এর মধ্যেই ঘুরছে। এরমধ্যে ৪ ডিসেম্বর সকালেই বায়ু দূষণের মাত্রার দিক থেকে শীর্ষ অবস্থানে ছিল ঢাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত