বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ছিলেন ।  ২০২১ সালে চার বছরের সংসার ইতি টানেন এই দুই তারকা। তাদের এ বিচ্ছেদ এখনো ভক্তদের কষ্ট দেয়। গত ৪ ডিসেম্বর জীবনে নতুন ইনিংস শুরু করেছেন নাগা। এরপর আলোচনা শুরু হয় সামান্থাকে নিয়ে। আসতে থাকে নতুন নতুন খবর। বিচ্ছেদের কয়েক মাস আগেই নাকি নাগার সন্তানের মা হতে চেয়েছিলেন সামান্থা-এমন খবরও শোনা যায়। ২০২১ সালে আগস্ট মাসের মধ্যেই নাকি সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন সামান্থা। কিন্তু তার দুই মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা সিদ্ধান্ত নেন নাগা।

এদিকে প্রাক্তন স্বামী যখন নতুন জীবনে ব্যস্ত, তখনই সামান্থা পৌঁছে গেলেন এক বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। সেখানে শিশুদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। সেই মুহূর্তের ছবি তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামান্থা বলেন, ‘মা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি জীবনের কোনো একটা পর্যায়ে পৌঁছে মা হতে চাই।’ 

ভারতীয় একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছেন, শিশুদের বেশ পছন্দ করেন তিনি। নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তার। শিশুদের সঙ্গে সামান্থার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত