আগের ম্যাচেই মালয়েশিয়াকে ২৯ রানে অল-আউট করে ১২০ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার নিজেরাই নিল বড় পরাজয়ের স্বাদ। টি-টোয়েন্টি ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবার বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারাল ভারত।
শনিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ। এর মাঝে সর্বোচ্চ ১৪ রান করেছেন ওপেনার মোসাম্মত ইভা। ফাহমিদা ছোঁয়ার (১০) সঙ্গে তার ওপেনিং জুটিতে আসে ৫.২ ওভারে ২৭ রান। ব্যাটিং লাইনআপের তিন নম্বর থেকে আট নম্বর পর্যন্ত ছয়জন দুই অংকেই যেতে পারেননি। শেষদিকে নিশিতা ১০ এবং হাবিবা ১১* রান করেন।
রান তাড়ায় নেমে মাত্র ১২.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। যদিও তাদের ওপেনিং জুটি ভেঙেছিল দ্বিতীয় ওভারে, দলীয় ১০ রানে। স্কোরবোর্ডে আর ১২ রান যোগ হতেই দ্বিতীয় উইকেটের পতন। বাংলাদেশ তখন নতুন আশা দেখছিল, কিন্তু ওই পর্যন্তই। অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ওপেনার তৃষা এবং অধিনায়ক নিকি প্রসাদ। দুজনের মাঝে তৃষা ৪৬ বলে ৫৮* আর নিকি ১৪ বলে ২২* রান করেন।
এই হারের পরও বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার রাস্তা বন্ধ হয়ে যায়নি। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই ফাইনালে উঠে যাবে সুমাইয়া আক্তারের দল।