শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মান বাঁচাতে আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে দলে টানছেন গার্দিওলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

একের পর এক পরাজয়ে বেশ চাপে আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে নিজেদের সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে তার দল। আগামীকাল বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচের আগে তারা ১৭ ম্যাচে ৮ জয়, ৪ পরাজয় এবং ৫ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাত নম্বরে। এই ম্যাচের আগে আরও একটি খবর এলো সিটির জন্য। দলকে জয়ের পথে ফেরাতে ‘নতুন মেসি’ খ্যাত আর্জেন্টিনার আলোচিত ফুটবলার ক্লদিও এচেভেরিকে দলে টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা।

গত বছরই ১২ মিলিয়ন ইউরোতে এচেভেরিকে কিনেছিল সিটি। তারপরও এক বছরের জন্য তাকে রিভারপ্লেটে রেখে দেওয়া হয়। সেখান থেকেই জানুয়ারিতে সিটিতে যোগ দিতে যাচ্ছেন এচেভেরি। যদিও সিটির পরিকল্পনা ছিল, আর্জেন্টিনার তরুণ তুর্কীকে ধারে জিরোনাতে পাঠানোর। কিন্তু দলের দুরাবস্থায় এই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। স্বাভাবিকভাবেই দলে কিছু পরিবর্তন আনতে মরিয়া গার্দিওলা। তারই অংশ হিসেবে এচেভেরিকে দলে টানা। সিটি কোচ আশা করছেন, এচেভেরির আগমনে দলে নুতন প্রাণের সঞ্চার হবে। খারাপ সময়ের অতল গহ্বর থেকে জেগে উঠবে তার দল।

এদিকে রিভারপ্লেটের জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এচেভেরি। বাজে অবস্থায় থাকা আর্জেন্টিনার ক্লাবটির হয়ে চলতি বছর ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন এই তরুণ। তার সৌজন্যেই লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে রিভারপ্লেট। গত বছরের নভেম্বরে তার দুর্দান্ত এক হ্যাটট্রিকে ভর করে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপরেই এই প্রতিভাবান কিশোর রাতারাতি বিশ্ব ফুটবলে হইচই ফেলে দেন।

এচেভেরির খেলার ধরন কিংবদন্তি লিওনেল মেসির মতো হওয়ায় অনেকেই তাকে ‘নতুন মেসি’ বলে সম্বোধন করেন। ট্রান্সফার মার্কেটে বার্সেলোনা, আর্সেনাল ও ম্যানসিটির মতো ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে দলে নিয়েছিল সিটি। এবার এই তরুণকেই অবলম্বন করতে চাইছেন গার্দিওলা। শোনা যাচ্ছে, সিটিতে এসেই সরাসরি মূল দলে যোগ দিতে পারেন এই আর্জেন্টাইন। ইউরোপিয়ন ফুটবলে যোগ দেওয়ার আগে রিভারপ্লেটকে আবেগজড়িত কণ্ঠে তিনি বিদায় জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন ক্লাব কর্মকর্তা, সতীর্থ এবং সমর্থকদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত