বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

সিরাজকে আউট দিলেন না সৈকত; রাগে ফেটে পড়লেন কামিন্স

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম

মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্টের লড়াই। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আজ তার একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখা গেল অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। পরে তিনি রিভিউ নিতে চাইলেও আম্পায়াররা সাড়া দেননি।

ঘটনা ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভার। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাট ছুঁয়ে গেল স্লিপে। বল সরাসরি স্লিপে থাকা স্টিভ স্মিথের কাছে গেছে নাকি মাটি ছুঁয়েছে- সে বিষয়ে মাঠের আম্পায়ার মাইকেল গফ নিশ্চিত হতে পারেননি। ডাক পড়ল তৃতীয় আম্পায়ার সৈকতের। তিনি মাত্র দুইবার রিপ্লে দেখেই জানিয়ে দিলেন, বল মাটি স্পর্শ করেনি। তাই সিরাজ আউট নন।

তৃতীয় আম্পায়ার এত তাড়াতাড়ি সিদ্ধান্ত দেওয়ায় খুশি হতে পারেননি কামিন্স। তিনি ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের কাছে রিভিউয়ের আবেদন করেন। কিন্তু দুই ফিল্ড আম্পায়ার গফ ও জোয়েল উইলসন সেই আবেদন গ্রহণ করেননি। অবশ্য তিন বল পরেই সেঞ্চুরিয়ান নিতিশ কুমারকে আউট করে ভারতের প্রথম ইনিংসের ইতি টেনে দেন নাথান লায়ন। ফিল্ড আম্পায়াদের সঙ্গে তর্ক-বিতর্ক করছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

ধারাভাষ্যকারেরা মন্তব্য করেছেন যে, সৈকতের আরও সময় নেওয়া উচিত ছিল। যেমন অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ইন্টরেস্টিং। এমন কিছু আমি আগে দেখিনি। আপনি (আম্পায়ার) আপনার সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠাচ্ছেন। কিন্তু আমি (কামিন্স) এখন রিভিউ নিতে চাই। আমার মনে হয় এটি (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত ছিল।’ ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও বলেছেন, ‘সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হয়েছে, খুবই দ্রুত, মাত্র দুবার রিপ্লে দেখা হয়েছে।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত