আপনি যদি ফুটবল ভক্ত হয়ে থাকেন তবে মনে কৌতূহল জাগতে পারে ২০২৫ সালে সবার আগে গোল হয়েছে কোথায় বা কে করেছে সেই গোলটি। সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত দেশগুলো সবার আগে বরণ করে নেয় নতুন বছর। এবার ২০২৫ সালকে সবার আগে বরণ করেছে কিরিবাতি।
বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকেল ৪ টায় ইংরেজি নতুন বর্ষ স্বাগত জানায় দেশটি। নিউজিল্যান্ড নতুন বর্ষবরণ করে নেয় এক ঘণ্টা পর।
আর পেশাদার ফুটবলে বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড এফসি ও অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টরি। ম্যাচটি হয় নিউজিল্যান্ডের মাটিতে। গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
অনেকে হয়তো ভাবছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই ক্লাবের মধ্যে এটি কিসের খেলা। এটি ছিল এ-লিগের ম্যাচ। এ-লিগ হলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পেশাদার ফুটবল লিগ। যেখানে অস্ট্রেলিয়ার ১১টি ও নিউজিল্যান্ডের দুটি ক্লাব খেলে।
যেমনটি আমরা দেখে থাকি মেজর লিগ সকারে। সেখানে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো বাদেও তিনটি ক্লাব খেলে কানাডা থেকে।
বছরের প্রথম পেশাদার লিগ ম্যাচটি গোলশূন্য ড্র হলেও পরের ম্যাচে ঠিকই গোল হয়েছে। একই লিগে প্রথম ম্যাচের তিন ঘণ্টা পর শুরু হওয়া সেই ম্যাচে ম্যাকার্থার এফসি ৩-২ গোলে হারায় ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসিকে। দুটি ক্লাবই অস্ট্রেলিয়ান। আর এই ম্যাচে প্রথমে গোল করেন ম্যাকার্থার এফসির জেড ড্রিউ। ম্যাচের ১৩ মিনিটে গোলটি করেন তিনি।
ফলে ২০২৫ সালের প্রথম গোল করা ফুটবলার হলেন জেড ড্রিউ।