গেল বছরে তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে ‘রঙে রঙে রঙিন হবো’ শিরোনামের এক গান গেয়ে তুমুল আলোচনায় চলে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর পর থেকে ভক্তরা তার কাছে নতুন গানের আবদার করতে থাকে প্রায়শই।
এবার সুখবর হলো, নতুন বছরে নতুন গান নিয়ে আসছেন বলে জানান এ অভিনেত্রী। জানালেন, এই মুহূর্তে তার হাতে একটি সিনেমা ও গান একটি রয়েছে।
নতুন বছরের পরিকল্পনা জানাতে গিয়ে ফারিণ বলেন, আমি কখনো প্ল্যান করে কোনো কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকদের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত।
তিনি আরও বলেন, আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে। সেটিও একপ্রকার নিশ্চিত। এ দুটি কাজের বিষয়েই দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।