বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পাকিস্তানে মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৮:১১ পিএম

দেশের পর ‘দেয়ালের দেশ’ সিনেমা মুক্তি পায় যুক্তরাষ্ট্র,কানাডা, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে। দর্শমহলে প্রশংসিতও হয় রোমান্টিক গল্পের এ সিনেমাটি।

এবার দেশ পেরিয়ে আগামীকাল ৩ জানুয়ারি, শুক্রবার পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। পাকিস্তানে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছেন আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। 

সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। নির্মাতা বলেন, ‘গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশে মুক্তির পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে। কাল মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’

‘দেয়ালের দেশ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত