মুম্বইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। জানা গেছে, 'কাপুর দম্পতি' এই বাড়ি তৈরি করতে খরচ করছে ২৫০ কোটি টাকা। এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানায়, ‘রণবীর ও আলিয়া দুজনেই তাঁদের কষ্টার্জিত অর্থ সমানভাবে তাঁদের স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন। সব কাজ শেষ হলে বাড়িটির দাম দাঁড়াবে ২৫০ কোটি টাকারও বেশি। যা শাহরুখ খানের 'মন্নত' আর অমিতাভ বচ্চনের ‘জলসা’কেও ছাপিয়ে এটিই হয়ে উঠবে মুম্বইয়ে সবচেয়ে দামি বাংলো।
আর রণবীর-আলিয়া তাঁদের এই বাংলো মেয়ে রাহাকে উপহার হিসাবে দেবে। রাহা কাপুরের নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের ‘কনিষ্ঠতম এবং ধনী স্টার কিড’।
জানা গেছে, রণবীর-আলিয়ার সঙ্গে এই বাংলোর অর্ধেক মালিক হবেন রাহার ঠাকুমা নীতু কাপুর। কারণ যেহেতু ঋষি কাপুর তাঁর সমস্ত সম্পত্তি অর্ধেক মালিকানা স্ত্রীর নামে করেছিলেন। যদিও নীতু নিজে আর্থিকভাবে স্বচ্ছল এবং তিনি সম্প্রতি বান্দ্রা এলাকাতেই ১৫ কোটি টাকার একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। তবে বান্দ্রা এলাকায় এই নতুন বাংলো তৈরি হলে রণবীরের গোটা পরিবার এক ছাদের তলায়, একসঙ্গেই থাকবে। আপাতত রাহাকে নিয়ে রণবীর-আলিয়া তাঁদের বাড়ি ‘বাস্তু’তে থাকেন।
লাইভ মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে আত্মীয়দের কাছ থেকে পাওয়া উপহারে কর অব্যাহতি থাকলেও ভবিষ্যতে এই সম্পদ থেকে আয় বা লাভ কর বহন করে।