মুন্সীগঞ্জের গজারিয়ায় কলিম উল্লাহ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদের মধ্য থেকে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
খবর নিয়ে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) গজারিয়া কলিম উল্লাহ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল। অনুষ্ঠান শুরু কিছুক্ষণ পর অতিথিদের পরিচয়ের পর্বের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে জয় বাংলা স্লোগান দেন কয়েকজন। তাৎক্ষণিকভাবে ঘটনার প্রতিবাদ জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কলিজটির সাবেক শিক্ষক অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন।
এ সময় অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, নাট্য অভিনেতা রফিক উল্লাহ সেলিম, এএফএম হামিদুল্লাহ সুমনসহ আরও কয়েকজন।
এ ঘটনার কড়া প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম মাসুম। তিনি বলেন, কেন জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে তা আমরা জানি। আর কারা জয় বাংলা স্লোগান দিয়েছে তা ও আমরা ধরতে পেরেছি। আপনারা আমাদের বোকা মনে করবেন না। পরাজিত শক্তির দোসরদের আমরা ছেড়ে দিব না। যারা এই কাজ করেছে আমি তাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, এ রকম কোনো ঘটনা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকে আমি প্রথম শুনলাম। খবর নিয়ে দেখছি।