সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

লিভারপুল কিনতে চান ইলন মাস্ক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের অটোমোটিভ ও ক্লিন এনার্জি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী তথা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নজর এবার ফুটবলে। তিনি নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে চান। স্থানীয় সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন ইলন মাস্কের বাবা এরল মাস্ক। যদিও বিষয়টি অস্বীকার করেছে লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ।

গত মে মাসে ফোর্বসের জরিপে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবল ক্লাব হয়েছিল লিভারপুল। ক্লাবটির আনুমানিক মূল্য ৪৪৩ কোটি পাউন্ড, যা ৩৪ হাজার ৩০০ কোটি পাউন্ড মূল্যের সম্পদের মালিক ইলন মাস্কের কাছে নিতান্তই তুচ্ছ! সম্প্রতি টাইমস রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের লিভারপুল কেনার বিষয়ে এরল মাস্ক বলেন, ‘এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। তাহলে ওরা (ফেনওয়ে) দাম বাড়াবে।’

এরল মাস্ককে ফের প্রশ্ন করা হয়, তার ছেলে লিভারুপল কিনতে চায় কিনা? এবার এরল মাস্ক বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। তবে তার মানে এই নয় যে সে এটা কিনছে। হ্যাঁ, সে চায়, অবশ্যই। কে না তা চাইবে, আমিও চাই। ওর নানির জন্ম লিভারপুলে। আর লিভারপুলে আমাদের আত্মীয়স্বজনও আছে। আমরা সৌভাগ্যবান যে বিটলসের (বিখ্যাত ব্যান্ড দল) সঙ্গে ভালো পরিচয় ছিল। ওরা আমাদের পরিবারের কয়েকজনের সঙ্গেই বড় হয়েছে। তাই লিভারপুলের সঙ্গে আমাদের সংযোগটা আছে।’

তবে এ বিষয়ে ফেনওয়ে স্পোর্টস গ্রুপের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘এই গুঞ্জনের সত্যতা নেই।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত