শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

হ্যাটট্রিকের পরও হার, থিকশানা ফেরালেন রাজীবের স্মৃতি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭ পিএম

মাহিশ থিকশানার হ্যাটট্রিকও হার ঠেকাতে পারেনি শ্রীলঙ্কার। এমন ভাগ্য বরণ করতে হয়েছিল বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন রাজীবকেও। তার জন্য ফিরে যেতে হবে ১৮ বছর আগে। ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ওয়ানেডেতে বাংলাদেশকে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পাইয়ে দিয়েছিলেন রাজীব। কিন্তু আজ শ্রীলঙ্কার মতো ওই ম্যাচেও হারতে হয়েছিল বাংলাদেশকে।

হারারের সেই ম্যাচে ২৩৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে ম্যাচের ৩৯তম ওভারে জিম্বাবুয়ের রান ছিল ১৫১। ওই ওভারটি করতে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে জিম্বাবুয়ের তাফাদজোয়া মুফামবিসি, এলটন চিগুমবুরা এবং প্রসপার উতসেয়ার উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের আনন্দে মেতেছিলেন রাজীব। নিজের ১০ ওভারে ৫২ রান দিয়ে ওই তিনটি উইকেটই নেন তিনি।

শেষ ওভারে ১৭ রানের প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। মাশরাফী বিন মোর্ত্তজার সেই শেষ ওভারে দুই ছক্কা ও এক চারে সবগুলো রান তুলে নিয়ে দলকে জিতিয়েছেন ব্রেন্ডন টেইলর। ২ উইকেটে ম্যাচ জিতেছিল তারা।

ওয়ানডেতে এ পর্যন্ত ৫ বার হ্যাটট্রিক আনন্দের সাক্ষী হয়েছে বাংলাদেশ। রাজীবের পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হ্যাটট্রিক করেন ২০১০ সালে আবদুর রাজ্জাক, ২০১৩ সালে রুবেল হোসেন ও ২০১৪ সালে তাইজুল ইসলাম। ওই তিন ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ।

রুবেলের হ্যাটট্রিকের ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল নিউজিল্যান্ডকে। বাংলাদেশের হয়ে শেষ হ্যাটট্রিকটি করেন তাসকিন আহমেদ। ২০১৭ সালে ডাম্বুলায় তাসকিনের হ্যাটট্রিক কীর্তির ম্যাচটি অবশ্য পণ্ড হয়েছিল বৈরি আবহাওয়ায়।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত