দিনাজপুরের বিরামপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে শহরের নতুন বাজারে মেসার্স মাহি এন্টার প্রাইজ ও মেসার্স নদী-নিশাত এন্টার প্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এরশাদুর রহমান জানিয়েছেন, আগুন লেগে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুড়ে যাওয়া পণ্যর কোম্পানিগুলো হল- লেকটোজেন, সেরেলাক, মেগি লুডস, নেক্সলে কফি, প্যারাসুট তেল, বেলী ফুল, চকলেট ডেইরী মিল্ক।
বিরামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আ. আজিজ বলেন, বিরামপুর ও নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
রাতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ও সকালে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।