বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্যাংকে বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

ব্যাংকের বিকল্প পরিচালক নিয়োগের নতুন প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে।

সাধারণত, কোনো ব্যাংকের পরিচালক টানা তিন মাস দেশের বাইরে থাকলে তার পক্ষে একজন বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারেন। বছরে একবারের জন্য এরকম নিয়োগ দেওয়া যায়। এতদিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো না। কেবল অবহিত করতে হতো। তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া নিয়োগপ্রাপ্ত বিকল্প পরিচালক দায়িত্ব পালন বা পর্ষদ/পর্ষদের সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন না। 

বাংলাদেশ ব্যাংক এমন এক সময়ে বিকল্প পরিচালক নিয়োগের নীতিমালা কঠিন করল যখন সরকার পরিবর্তনের পর অনেকেই পলাতক থাকায় পদ হারানোর ঝুঁকিতে আছেন। গত ১৮ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার বিধান বাতিল করায় এ ঝুঁকি তৈরি হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর থেকে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৫ককক (৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

 এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত