টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের ক্রিকেটপ্রেমের কথা সবার জানা। ভারতীয় বংশোদ্ভুত এই কর্পোরেট ব্যক্তিত্ব নিয়মিত ক্রিকেট দেখেন। ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্যও দেখা যায়। এবার সেই পিচাই ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে একটা ফ্র্যাঞ্চাইজি কেনার উদ্যোগ নিয়েছেন। তার সঙ্গে আছেন আরও কয়েকজন খ্যাতিমান ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব।
‘দ্য হানড্রেড’ ইংল্যান্ডে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে- গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা, অ্যাডোবির সান্তনি নারায়ণ, পালো আল্টোর নিকেশ অরোরা এবং টাইমস ইন্টারনেটের সত্যেন গজভানি মিলে ‘ওভাল ইনভিন্সিবল’ কিংবা ‘লন্ডন স্পিরিট’ ফ্র্যাঞ্চাইজি কিনতে চান।
ছেলেদের দ্য হানড্রেড টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হলো ওভাল ইনভিন্সিবল আর মেয়েদের দ্য হানড্রেডের চ্যাম্পিয়ন লন্ডন স্পিরিট। দল কেনার জন্য এই ব্যবসায়ীরা ৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগেও আগ্রহী। এবার দেখার, তারা আসলেই দ্য হানড্রডে দল কেনেন কিনা ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি আসর হয়েছে।