বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আরচারির রঙে রাঙালো ফরিদপুর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ পিএম

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বাংলাদেশ আরচারি ফেডারেশন হাতে নিয়েছে নানা উদ্যোগ। তারই অংশ হিসেবে নীলফামারীর পর এবার ফরিদপুরে প্রতিযোগিতার আয়োজন করে ফেডারেশন। দিনব্যাপী এ আয়োজন শেষে পুরুষদের সিনিয়র বিভাগে স্বর্ণ জিতেছেন আবদুর রহমান আবীর। নারীদের সিনিয়র বিভাগে মেহজাবিন তুবা ও জুনিয়র বিভাগে রুমা আক্তার স্বর্ণ জেতেন।

ফরিদপুরের মোট ২৮ জন আরচার তারুণ্যের উৎসবেরএ আয়োজনে অংশ নেন। যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১৫ জন নারী। প্রতিযোগিতায় অংশ নেওয়া আরচাররা জেলায় স্থায়ী ভেন্যুর দাবি জানান। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল গণমাধ্যমকে বলেন, ‘প্রশিক্ষণ ভেন্যু চূড়ান্ত হলে আনুষঙ্গিক সব বিষয়ের ব্যবস্থা নেবে ফেডারেশন।’ এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

আরচারি ফেডারেশন দেশের ৯টি পৃথক ভেন্যুতে তারুণ্যের এই উৎসবের আয়োজন করেছে। নীলফামারী ও ফরিদপুরের পর বাকি আয়োজনগুলো হবে ২৩ জানুয়ারি টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্রে, ২৪ জানুয়ারি নাটোরের খুবজিপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে ও ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে। সবার শেষে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার পল্টন ময়দানে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত